সিলেটপোস্ট রিপোর্ট : সিলেট স্টেশন ক্লাব লিমিটেড ও ভারতের গ্লোবাল হাসপাতালের যৌথ উদ্যোগে ক্যান্সার এবং হৃদরোগীদের জন্য সচেতনতা মূলক সেমিনার ও ফ্রি মেডিকেল ক্যাম্প শনিবার বেলা ১১টায় ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
ভারতের গ্লোবাল হাসপাতালের মেডিকেল কন্সালটেন্ট মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট স্টেশন ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিন আহমদ চৌধুরী। ক্যান্সার রোগের লক্ষণ ও করণীয় বিষয়ক বক্তব্য রাখেন ক্যান্সার বিশেষজ্ঞ ডাঃ কে.আর. গোপী। মেডিকেল কন্সালটেন্ট (ব্যবসা-উন্নয়ন) মোঃ রিয়াদ কবির এর সঞ্চালনায় সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট শাহ ফরিদ আহমদ এডভোকেট, সদস্য- অর্থ ও উন্নয়ন এডভোকেট শাহ মোশাহিদ আলী, সদস্য- ব্যবস্থাপনা শাহ মোসাদ্দেক কোরেশী শামীম, সদস্য- আপ্যায়ন হারুন আল রশীদ দিপু, সদস্য- ক্রীড়া ফজলে এলাহী চৌধুরী ডালিম সহ অন্যান্য সদস্যবৃন্দ।
সেমিনারে বক্তারা বলেন, প্রতিদিনই ক্যান্সার ও হৃদরোগে মানুষ আক্রান্ত হচ্ছে। যা আগের তুলনায় বেশি এবং দিন দিন এই রোগ বাড়ছে। চিকিৎসা বিজ্ঞানের উন্নতি হলে ও জনসচেতনতার অভাবে বাংলাদেশের মতো উন্নয়নশীল দরিদ্র দেশে এর প্রকোট মারাত্মক আকারে ধরা পড়ছে। এর কারণ তামাক, মাদক সেবন, খাবারে ফরমালিন এবং কোমল পানীয় পান। ক্যান্সার কয়েক ধরনের আছে, যেমন: স্ক্রিন ক্যান্সার , মুখে ক্যান্সার, ব্ল্যাড ক্যান্সার, হাড় ক্যান্সার, নেক ক্যান্সার, মহিলাদের ব্রেস্ট ক্যান্সার, মহিলাদের সার্ভাইকেল ক্যান্সার, ব্রেইন ক্যান্সার, লিভার ক্যান্সার ইত্যাদি। ক্যান্সার ও হৃদরোগ প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে, উন্নত ও উপযুক্ত চিকিৎসা পেলে রোগী দ্রুত সুস্থ হয়ে উঠেন। বক্তারা জনসচেতনতার বৃদ্ধির জন্য সকলকে এগিয়ে আসার আহবান জানান।
সিলেটপোস্ট২৪ডটকম/ফয়ছল আহমদ/২৯.১১.২০১৫