সিলেটপোস্ট রিপোর্ট :বিশ্বসেরা হাফিজ, ক্বারীদের তেলাওয়াত ও সংবর্ধনা সম্মেলন ২৫ ও ২৬ ডিসেম্বর সিলেট সরকারী আলিয়া মাদরাসা ময়দানে অনুষ্ঠিত হবে। সম্মেলন সফল করতে ইমাম সমিতি মহানগর শাখার নেতৃবৃন্দ নগরীর বিভিন্ন ওয়ার্ডের ইমাম-মোয়াজ্জিনদের সাথে মতবিনিময় অব্যাহত রেখেছেন। ইমাম নেতৃবৃন্দ শনিবার নগরীর ৯ ওয়ার্ডে মতবিনিময় সভা করেন। ৯নং ওয়ার্ড সভাপতি মাওলানা রশীদ আহমদ এর সভাপতিত্বে ও সেক্রেটারী হাফিজ মাওলানা রায়হান পরিচালনায় বক্তব্য রাখেন মহানগর সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব, সেক্রেটারী মাওলানা সিরাজুল ইসলাম। আরো বক্তব্য রাখেন মাওলানা আব্দুস শহীদ, মাওলানা কামাল উদ্দীন, মাওলানা তাজুল ইসলাম, মাওলানা হারুনুর রশীদ, মাওলানা হুছাইন আহমদ, হাফিজ মকসুদুর রহমান প্রমুখ। এ সময় ৯নং ওয়ার্ডের বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনগণ উপস্থিত ছিলেন।এ সময় বক্তারা বলেন, এদেশের ক্ষুদে হাফিজে কোরআনদের মাধ্যমে বিশ্বের দরবারে বাংলাদেশ ভাবমূর্তি দিন দিন উজ্জল হচ্ছে। তাই আন্তর্জাতিক পর্যায়ে বিজয়ী হাফিজদের রাষ্ট্রীয় পর্যায়ে স্বীকৃতি প্রদান এখন সময়ের দাবি। এতে করে দেশে আরো প্রতিভাবান হাফিজ তৈরী হবে। বক্তার সম্মেলন সফলে দাওয়াতী কার্যক্রম অব্যহত রাখার আহবান জানান।