সিলেটপোস্ট রিপোর্ট :তফসিল ঘোষণার পর রাজনৈতিক দলগুলোর মধ্যে সবার আগেই মেয়র পদে প্রার্থী চূড়ান্ত করতে যাচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।আজ সিলেট বিভাগের ১৬ পৌরসভার সম্ভাব্য সকল প্রার্থীর সাক্ষাৎকার নেবেন তিনি।এদিন সকাল ১০টায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার শেষে তাদের তালিকা চূড়ান্ত করা হবে।সিলেটের ৩টি পৌরসভায় জাপার সম্ভাব্য প্রাথীদের মধ্যে একক প্রার্থী রয়েছেন। তাদের মনোনয়ন পাওয়া প্রায় নিশ্চিত। তারা হলেন-সিলেটের গোলাপগঞ্জ পৌরসভায় জাপার সম্ভাব্য মেয়র প্রার্থী উপজেলা জাপার সাধারণ সম্পাদক আখলাকুর রহমান, কানাইঘাট উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বাবুল আহমদ এবং জকিগঞ্জ পৌরসভার বর্তমান মেয়র ও পৌর জাতীয় পার্টির আহ্বায়ক নেতা আবদুল মালেক ফারুক।জাপার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলার আহ্বায়ক আব্দুল্লাহ সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করে বলেন, সিলেটের তিন পৌরসভার জাপার সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে এ তিনজন একক। তাই মনোনয়ন তারা পেতে পারেন। তবে অন্য কেউ সাক্ষাৎকারে অংশ নিচ্ছেন কি না এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারেননি তিনি।