সিলেটপোস্ট রিপোর্ট :মানবতাবিরোধী অপরাধের মামলায় আঞ্জুমানে আল-ইসলাহর মৌলভীবাজার জেলা শাখার প্রাক্তন সভাপতি মাওলানা আকমল আলীকে (৭৮) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে আকমলসহ চারজনের বিরুদ্ধে ২ মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।রোববার বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন।এর আগে গত ২৬ নভেম্বর ট্রাইব্যুনাল মৌলভীবাজারের ৪ মানবতাবিরোধী অপরাধীর নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গ্রেফতারি পরোয়ানা জারির পর ওই দিনই তার গ্রামের বাড়ি রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের পাঁচগাঁও গ্রাম থেকে আকমল আলীকে গ্রেফতার করে পুলিশ। তিনি মৌলভীবাজার টাউন সিনিয়র কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ। অন্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।মুক্তিযুদ্ধে সংঘটিত হত্যা, লুট অগ্নিসংযোগ ও ধর্ষণের মতো বেশ কয়েকটি সুস্পষ্ট অভিযোগ এই চারজনের বিরুদ্ধে রয়েছে বলে জানা গেছে।