সিলেটপোস্ট রিপোর্ট :সিলেটের কুমারগাঁও বাসস্ট্যান্ডে ঘটেছিল দেশে-বিদেশে তোলপাড় করা রাজন হত্যাকান্ড। গত ৮ জুলাই হত্যাকান্ডের পর দ্রুত বিচারও হয়েছে। চার মাসের মাথায় গত ৮ নভেম্বর হত্যাকারী চারজনের ফাঁসিসহ অন্যান্যদের কারাদন্ড হয়েছে। এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, এ জন্য মৌচাক নামের একটি সামাজিক সংগঠন শুক্রবার বিকেলে কুমারগাঁও বাসস্ট্যান্ডে রাজনগীত পরিবেশন করেছে।বিকেল চারটা থেকে প্রায় ঘন্টাখানেক চলে এ অনুষ্ঠান। ১২৪ লাইনের রাজনগীত পরিবেশনের সঙ্গে আসন্ন পৌর নির্বাচনে জনসাধারণের ভোট-সচেতনতায় ‘অবাধ সুষ্ঠু ভোটাধিকার-এই প্রত্যাশা জনতার’ এ শিরোনামে আরেকটি পরিবেশনাও হয়। পরে বাউলগানসহ কুইজ ও শিক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষাউপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠান উপস্থাপনা করেন মৌচাকের রাশেদ আহমদ। তিনি জানান, প্রতি শুক্রবার তারা জনসচেতনতায় এ ধরনের অনুষ্ঠান করছেন গত প্রায় তিন বছর ধরে। অনুষ্ঠান পরিচালনায় অর্থ ব্যয় তারা নিজ থেকে চাঁদার মাধ্যমে করেন। কুমারগাঁও বাসস্টেশনের অনুষ্ঠান উপস্থাপনায় রাশেদকে সহায়তা করেন সোহাগ, মকদ্দুছ ও সুয়েব। অনুষ্ঠানে বাউল গান পরিবেশন করেন শিল্পী মাছুম আহমদ।