সিলেটপোস্ট রিপোর্ট :জকিগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীদের আনাগোনায় মুখরিত পৌর এলাকার ৯ টি ওয়ার্ড। রবিবার পর্যন্ত মেয়র পদে ৪, কাউন্সিলর ২৭ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৮ টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে বলে উপজেলা নির্বাচন অফিস নিশ্চিত করেছে। পৌরসভা নির্বাচনে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীরা রাতের কুয়াশা আর ভোরের কনকনে শীত উপেক্ষা করে ভোটারদের দ্বারে দ্বারে চষে বেড়াচ্ছেন। পাড়ায়, মহল্লায় প্রার্থীরা ভোট ব্যাংক নিজের পক্ষে রাখতে বিভিন্ন কৌশল অবলম্বন করছেন।রবিবার পর্যন্ত মেয়র পদে ৪ জন হলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক ফারুক আহমদ (সতন্ত্র), আব্দুল মালেক ফারুক (জার্তীয় পার্টি), জাফরুল ইসলাম (খেলাফত মজলিস), মাওলানা হিফজুর রহমান (সতন্ত্র) মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। কাউন্সিলর পদে ২৭ জন হলেন মোস্তাক আহমদ, আতাউর রহমান, মুনিম আহমদ, আছদ্দর আলী, মখদ্দছ আলী, কামরুজ্জামান কমরু, বাবুল হোসাইন, সাংবাদিক রিপন আহমদ, সালেহ আহমদ, ফুযায়েল আহমদ, শামিম আহমদ, হেলাল উদ্দিন, দেলোয়ার হোসেন নজরুল, আব্দুল জলিল, সাজ্জাদুর রহমান, মাসুক আহমদ চৌধুরী, বেলাল আহমদ, এ.এম জাকির হোসেন মুকুল, আব্দুস সালাম, আলমগীর হোসেন, ফয়জুল ইসলাম, মাহবুবুর রহমান, বজলুর রহমান, শিব্বির আহমদ, আমাল আহমদ, সুহেল আহমদ সুহিন, মাতাব উদ্দিন।
সংরক্ষিত কাউন্সিলর ৮ জন হলেন হোসনে জাহান রিনা, জোসনা খানম, রুজি বেগম, রিনা আক্তার রিনা, জাহানারা বেগম, সালেহা বেগম, সুনন্দা শুক্লা, রাহেলা বেগম মনোনয়নপত্র ক্রয় করেছেন।