সিলেটপোস্ট রিপোর্ট :নগরীর ৮ নং ওয়ার্ডের ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও ভলান্টিয়ার গ্র“পের আয়োজনে তিন দিন ব্যাপি এক পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান রবিবার সকাল ১১ টায় ওয়ার্ডের বীরেশ চন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে র্যালির মাধ্যমে উদ্বোধন করেন ৮ নং ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াছ ও ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর রেবেকা বেগম রেনু, র্যালিটি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ শেষে কাউন্সিলরদের সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়। সংক্ষিপ্ত বক্তব্যে তারা বলেন পলিথিন বা বাসা বাড়ির ময়লা আর্বজনা এলোমেলো ভাবে না ফেলে একটি নিদির্ষ্ট স্থানে ফেলার জন্য ওয়ার্ডের সচেতন নাগরিক বৃন্দের প্রতি আহবান জানান। র্যালীতে অংশ গ্রহন করেন ৮ম ডিপেকো প্রজেক্ট অফিসার দেবাশীষ মজুমদার, বীরেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিলাল পুরকাস্থ, সহকারী প্রধান শিক্ষক আমিরুল ইসলাম, শিক্ষক অর্জুন চন্দ্র দাস, পপি রানী দাস, মোছা: সুমি খানম, এ্যানি রানী দাস, উর্মিলা দেব পূর্নিমা, জাহানারা বেগম, রুবেল দাস, হীরক চক্রবর্তী, মো: দেলোয়ার হোসেন, মো: আখলাক হোসেন, মো: মুহিবুর রহমান, র্যালিতে আরো অংশ নেন ৮ নং ওয়ার্ড ভলান্টিয়ার ফোরামের সভাপতি আনোয়ার হোসেন, শাহিদুর রহমান সোহেল, মো: লিপন, আল আমিন, মাসুম, নুরুল ইসলাম সাহেদ, অতুন কুমার বরুয়া, বাকির মিয়াও খাদিজা বেগম প্রমুখ।