সিলেটপোস্ট রিপোর্ট :আসছে ১২ ডিসেম্বর বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের ১৩তম জাতীয় সম্মেলন উপলক্ষে বাংলাদেশ ট্রেড ইউনিয়নের সিলেট জেলা শাখার প্রচার মিছিল অনুষ্টিত।রোববার বিকালে সিলেট সদর উপজেলার মালনীছড়া চা-বাগান থেকে মিছিল টি বের করা হয়।
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সিলেট জেলা শাখা সদস্য শাহিন মিয়ার পরিচালনায় ও বাংলাদেশ ট্রেড ইউনিয়নের সিলেট জেলা শাখার যুগ্ম সম্পাদক জয় মাহাত্ম কুর্মির সভাপতিত্বে মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন, যুগ্ম সম্পাদক সাদিক, রমজান আলী কটু, মালনীচড়া চা শ্রমিকসংঘের রতি দাস, মিনা সবর, তারাপুর চা শ্রমিকসংঘের সুনিল মুদি, বাসু দেব, কটার গোল প্রমুখ। বিজ্ঞপ্তি