সিলেটপোস্ট রিপোর্ট :জাতীয় শ্রমিকলীগ সিলেট জেলা ও মহানগর শাখার সমন্বয় সভা গতকাল রোববার রাত ৭টায় নগরীর উপশহরস্থ গ্যাস অফিস সিবিএ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতির বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় সহ সভাপতি ও সিলেট জেলা সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ। সিলেট জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শামীম রশীদ চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, সিলেট মহানগর শ্রমিকলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুর রহমান, জেলা শাখার সিনিয়র সহ সভাপতি মোঃ আব্দুল মতিন ভুঁইয়া, মোঃ আব্দুল জলিল, মোঃ আব্দুস সাত্তার ও মোঃ আব্দুল ওয়াদুদ, মহানগর শ্রমিকলীগের যুগ্ম আহ্বায়ক জাকারিয়া আহমদ, এম শাহরিয়ার কবির সেলিম, নাজমুল আলম রুমেল, নুরুল আমিন ও শেখ তোফায়েল আহমদ সেফুল, মহানগর শ্রমিকলীগের সদস্য সচিব জাকারিয়া আহমদ টিপু।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা শ্রমিকলীগের অর্থ সম্পাদক সুশান্ত দেব, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক শাহ আলম ছুরুক, সদর উপজেলা সভাপতি মকবুল হোসেন, ব্যাংক ফেডারেশনের সভাপতি মোঃ মোফাখখারুল ইসলাম, শাহ আলম, জেলা যুব শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আদনান খান হেলাল, সদর উপজেলা সাধারণ সম্পাদক ফয়সল মাহমুদ, মোঃ আজিজুর রহমান, মীর ইয়াকুত আলী দুলাল, ধ্র“ব জ্যোতি দেব, শাহ আলম ভূইয়া প্রমুখ।