সিলেটপোস্ট রিপোর্ট :কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি আব্দুল আহাদ খান জামাল ও মহনগর ছাত্রদল নেতা লিটন কুমার দাস নান্টু নিশর্ত মুক্তি চাই মদন মোহন কলেজ ছাত্রদল নেতা এস এম তাফহীম, আব্দুল হক, শোয়েব খান, আলী হায়দার শুভ, আলী আহসান রাজা, আর কে জায়গীরদার রিমু, আলী আহমদ, সজীব আহমদ, সালমত খান, সাগর আহমেদ, সৈয়দ মোরশেদ আলম ও আব্দুল আহাদ খান নিশর্ত মুক্তি ও শহীদ জিল্লুল হক জিলু ভাই সহ কর্মীদের উপর দায়ের কৃত মিথ্যা মামলা প্রত্যাাহারের দাবি জানান।