সিলেটপোস্ট রিপোর্ট :সিলেট টাইগার্স ক্রিকেট সেন্টার আয়োজিত সিলেট টাইগার্স টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট সম্পন্ন হয়েছে। রবিবার নগরীর এ.এম.এ মুহিত ক্রীড়া কমপ্লেক্স মাঠে জমজমাট এই টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টের শিরোপার লড়াইয়ে দ্যা কিং অফ টাইগার্সকে ৭ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ান হয়েছে ফিউচার টাইগার্স।খেলা শেষে সিলেট টাইগার্স ক্রিকেট সেন্টারের চেয়ারম্যান ক্রীড়া সংঠক গোলাম জাবির চৌধুরী জাবুর সভাপতিত্বে ও বাংলাদেশ আম্পার্স এসোসিয়েশন সিলেট বিভাগীয় শাখার সভাপতি আশরাফ আরমানের সঞ্চালনায় পুরস্কার বিরতণী অনুষ্ঠানে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি মো. জামাল উদ্দিন আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র পরিচালক ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি বিশিষ্ট ক্রীড়া সংগঠক সভাপতি মাহি উদ্দিন আহমদ সেলিম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য এডভোকেট বিজিত চৌধুরী, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিলেট বিভাগীয় কোচ ও সিলেট টাইগার্স ক্রিকেট সেন্টারের পরিচালক এ.কে.এম মাহমুদ ইমন প্রমুখ।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য বিভাগীয় কমিশনার জামাল উদ্দিন আহমদ বলেন, শুধু অনুশীলন করলে হবে না। অনুশীনের উন্নতি দেখতে হলে খেলোয়াড়দের গেইম খেলার সুযোগ করে দিতে হবে। এরকম টুর্ণামেন্ট আয়োজনে যেমন খেলোয়াড়দের মান বিচার করা যাবে তেমনি সেরা খেলোয়াড়কে খুঁজে আনা অনেক সহজ হয়। তাছাড়া একরম টুর্ণামেন্ট যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে। তারা এখানে এসে আনন্দ বিনোদন করার সুযোগ পায়।এর আগে সকালে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন কিং অফ টাইগার্সের অধিনায়ক রাহাত। প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে প্রতিপক্ষকে মাত্র ৯৪ রানের টার্গেট দেয় তার দল। দলের হয়ে জাকির সর্বোচ্চ ২২ ও ফখরুল সর্বোচ্চ ২২ রান করেন। ফিউচার টাইগার্সের পক্ষে মাহাদ ১৬ রানে ৩ উইকেট, তামিম ৫ রানে ১ উইকেট, রিপন ৭ রানে ১ উকেট দখল করেন। ৯৪ রানের সহজ টার্গেটে খেলতে নেমে ৫ ওভার হাতে রেখেই ফিউচার টাইগার্স ৭ উইকেটে জয় তুলে নিয়ে টুর্ণামেন্টের চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। দলের পক্ষে এনাম সর্বোচ্চ ৩৩ রান করেন। কিং অফ টাইগার্সের সালমান ও জাকির ১টি করে উইকেট নেন। ফাইনাল ম্যাচ সেরা হন এনাম, টুর্ণামেন্ট সেরা হন অমিত খান ছানী, টুর্ণামেন্টের সেরা ব্যাট্সম্যান ও মোস্ট সিক্স ইমন আহমদ পাপ্পু, সেরা বোলার মাহাদ আহমদ, উইকেট কিপার ছানী, বেস্ট ফিল্ডার হাদী নির্বাচিত হন। ফাইনাল খেলা পরিচালনা করেন আম্পায়ার এটিএম ইকরাম ও আজিজ আহমদ। খেলা শেষে দুপুর আড়াইটায় পুরস্কার বিরতণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট আর্ন্তজাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জয়দ্বীপ দাস সূজক, বিভাগীয় ক্রিকেট কমিটির সাধারণ সম্পাদক ফরহাদ কোরেশী, তকলিমুল হাদী কাবী, জাতীয় দলের সাবেক ক্রিকেটার তাপস বৈশ্য, মকবুল আলী, রঙ্গ লাল দাস, পিন্টু বৈদ্য, আরাফাত খান ইয়ামিন, আলমগীর হোসেন, ক্রিকেট কোচ আলমাস আহমদ শুকুর, সিলেট টাইগার্স ক্রিকেট সেন্টারের পরিচালক ও বিসিবির সিলেট জেলার কোচ মারুফ হাসান, সিলেট টাইগার্সের পরিচালক ও কোচ তপন মালাকার, কোচ তানজিল শাহরিয়ার অলী, শেনাজ আহমদ প্রমুখ।