সিলেটপোস্ট রিপোর্ট :তথ্য-যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা তরুণ প্রজন্মকে প্রযুক্তি নির্ভর ও জ্ঞান সম্পন্ন করে গড়ে তুলতে চাই। বিশ্বকে দেখাতে চাই, আমরা একটি মেধাবী ও প্রযুক্তি নির্ভর জাতি। তরুণদের কাজে লাগিয়ে তথ্য ও প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়তে হবে। সরকার এ কথা চিন্তা করে তথ্য বিপ্লবের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে।রবিবার দুপুরে কুলাউড়ায় তথ্যকল্যাণী সামাজিক উদ্যোক্তা র্কমসূচি পরিদর্শনকালে এ কথাগুলো বলেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে প্রথমে তিনি কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের দক্ষিণ পাবই গ্রামে তথ্যকল্যাণী কর্তৃক পরিচালিত ভিডিও কনটেন্ট মাধ্যমে নারীদলে সচেতনতামূলক একটি উঠান বৈঠক পরিদর্শন করেন।এসময় তিনি বৈঠক পরিচালনাকারী তথ্যকল্যাণী কোহিনূর আক্তার পান্না ও উপস্থিত কমিউনিটি সদস্যদের সাথে মতবিনিময় করেন এবং তাদের অভিজ্ঞতা শোনেন। তথ্যকল্যাণীদের সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য টিলাগাঁও বাজারে অবস্থিত এনজিও ওয়াফ কার্যালয়ে তথ্যকল্যাণীর সাথে তাদের সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন। এসময় প্রতিমন্ত্রী তথ্যকল্যাণীদের সাথে পরিচয় করিয়ে দেন ওয়াফ-এর নির্বাহী পরিচালক আব্দুল মালিক।পরিদর্শনকালে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুল মতিন, কুলাউড়া উপজেলা চেয়ারম্যান মো. কামরুল ইসলাম, সিলেট বিসিসির পরিচালক শফিউল আলম নাদেল, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাজমুল হাসান, টিলাগাও ইউপি চেয়্যারম্যান সৈয়দ মহিউদ্দিন হোসেন ও হাজীপুর ইউপি চেয়্যারম্যান মাহমুদ আলী। এছাড়াও ডিনেটের সিওও মিজানুর রহমান ও তথ্যকল্যাণী র্কমসূচি প্রধান শেখ মাসুদুর রহমান এবং ডিনেটের সহকারী পরিচালক সাইদুজ্জামান পুলক, স্বপন দেবনাথ, তানভির রহমান ও হাসিব রশিদ উপস্থিত ছিলেন।উল্লেখ্য, ডিনেট, ঢাকা কর্তৃক উদ্ভাবিত তথ্যকল্যাণী সামাজিক উদ্যোক্তা কর্মসূচিটি ১০ জন তথ্যকল্যাণী নিয়ে এ অঞ্চলে বাস্তবায়ন করছে স্থানীয় এনজিও উই আর ফ্রেন্ডস্ ফর হিউম্যান (ওয়াফ)।