সিলেটপোস্ট রিপোর্ট :বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ জামাল আহমদ খলকুকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা প্রদান করা হয়েছে। যুক্তরাজ্য সফর শেষে দেশে প্রত্যাবর্তন উপলক্ষে রবিবার সকালে বিমানবন্দরে দলীয় নেতৃবৃন্দ তাকে এ সংবর্ধনা প্রদান করেন।
এছাড়া দুপুরে ওসমানীনগরের তাজপুর বাজারে বালাগঞ্জ ও ওসমানীনগরের দলীয় নেতৃবৃন্দ ফুলের তোড়া দিয়ে শেখ জামাল আহমদ খলকুকে বরণ করেন। এরপর তাকে নিয়ে তাজপুর থেকে মটর শোভাযাত্রা বালাগঞ্জ উপজেলা সদরস্থ দলীয় কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।এসময় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রুবেল আহমদের সভাপতিত্বে এবং সহসভাপতি জাহাঙ্গীর আলমের পরিচালনায় পথসভা অনুষ্ঠিত হয়।বোয়ালজুড় ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী রফিক আহমদ, ওসমানীনগর উপজেলা যুবদলের আহবায়ক নজরুল ইসলাম, বালাগঞ্জের বিএনপি নেতা মাসুক মিয়া, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাবুল আহমদ, উপজেলা ছাত্রদল নেতা সুলেমান বেগ, উপজেলা যুবদল নেতা রেজাউল আহমদ, বালাগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক মিয়া, ইউপি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হেলিম আহমদ, ছাত্রদল নেতা এমএ মালেক, দেলোয়ার হোসেন, আতাউর রহমান মুহিন, জুনু মিয়া, ইয়াছিন আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন।
সংবর্ধনার জবাবে সংবর্ধিত শেখ জামাল আহমদ খলকু মেম্বার বলেন, সরকারের দুঃশাসনের বিরুদ্ধে দেশে-বিদেশে জনমত গড়ে উঠছে। আগামীদিনে খালেদা জিয়ার নেতৃত্বে জনগণের সরকার গঠন করা হবে।