সিলেটপোস্ট রিপোর্ট :প্রথমবারের মতো সৌদি আরবের কোন নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন নারীরা।একই সঙ্গে প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করবেনো তারা।
আগামী ১২ ডিসেম্বর দেশটির বিভিন্ন অঞ্চলে অনুষ্ঠিত হতে যাওয়া পৌরসভা নির্বাচন। আর এ নির্বাচনকে ঘিরে ৮৬৫জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ লক্ষ্যে এরই মধ্যে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা।সৌদি নির্বাচন কমিশনের দেয়া তথ্য অনুযায়ী, ২৮৪টি পরিষদ আসনের জন্য প্রায় ৭ হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। সৌদি আরবের মাত্র ১ লাখ ৬০ হাজার নারী ভোটদানের জন্য নিবন্ধন করেছেন। আর ১৩ লাখ ৫০ হাজারের বেশি পুরুষ ভোটার ভোটের জন্য নিবন্ধন করেছেন।এর আগে সৌদি আরবে ২০০৫ ও ২০১১ সালে পৌর নির্বাচন অনুষ্ঠিত হয়।বাদশাহ্ আব্দুল্লাহর শাসনকালে ধীর গতিতে হলেও সৌদি আরবে নারী অধিকারের বিস্তার ঘটে। তিনি ২০০৫ সালে পৌর নির্বাচন শুরু করেন এবং এই নির্বাচনে ভবিষ্যতে নারীরা অংশ নিতে পারবেন বলে ঘোষণা দেন।২০১৩ সালে বাদশাহ্ আব্দুল্লাহ্ নারীদের শুরা কাউন্সিলের সদস্য করেন। শুরা কাউন্সিল মন্ত্রিসভাকে পরামর্শ দিয়ে থাকে। উপসাগরীয় অন্য দেশগুলোতে কয়েক বছর ধরেই নারীদের ভোটাধিকার রয়েছে।
সূত্র: এএফপি।