সিলেটপোস্ট রিপোর্ট :বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ সিলেট মহানগর শাখার আহবায়ক শেখ সোলেমানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা সোমবার দুপুরে ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের উদ্দ্যোগে বৃহত্তর শিবগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ সিলেট জেলা শাখার সভাপতি মুরাদ হাসানের সভাপতিত্বে ও সিলেট জেলা ছাত্রলীগ নেতা শিপু কুমার দাসের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, মহানগর সেচ্ছাসেবকলীগ নেতা এডভোকেট বনশ্রী দাশ অপু, মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ সিলেট জেলা শাখার সাধারন সম্পাদক রুম্মান আহমদ, মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ সিলেটমহানগর শাখার যুগ্ম আহবায়ক ওয়াহিদুর রহমান ওহিদ।প্রতিবাদ সভায় বক্তারা বলেন, অন্যায়ভাবে বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ সিলেট মহানগর শাখার আহবায়ক যুবনেতা শেখ সোলেমানের উপর সন্ত্রাসীরা হামলা চালানো হয়। সন্ত্রাসী হামলা গুরুত্ব আহত হন তিনি। কিন্তু মামলা দায়েরের পরও পুলিশ প্রশাসন হামলাকারীদের গ্রেফতার করছেনা।নেতৃবৃন্দ অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য পুলিশ প্রশাসনের প্রতি দাবী জানান। অন্যতায় বৃহত্তর শিবগঞ্জ ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ কঠোর কর্মসুচী দিতে বাধ্য হবে। প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ সিলেট মহানগরের যুগ্ম আহবায়ক লিমন আহমদ, সদর আওয়ামীলীগ নেতা খোকন গাজী, সেচ্ছাসেবকলীগ নেতা সুয়েজ আহমদ, বাবুল হোসেন আরিফ, সায়েম হোসেন শুভ, ২০নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি সুমন আহমদ, বদরুল হোসেন, সহ-সাধারন সম্পাদক সজীব হোসেন জীবন, তাসনিম আহমদ, তানজিম আহমদ, শামীম আহমদ, কাদির আহমদ প্রমুখ।