সিলেটপোস্ট রিপোর্ট :মৌলভীবাজারের রাজনগর উপজেলায় অগ্নিকান্ডে দেড় লাখ টাকার মালামাল পুড়ে গেছে। ঘটনাটি বুধবার বেলা ১২টায় উপজেলার সদর ইউনিয়নের রাজনগর গ্রামের শফিক মিয়ার বাড়িতে ঘটে।এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘণ্টা ব্যাপি চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে পল্লী বিদ্যুতের কর্মীদের আগুন লাগার খবর জানালেও তারা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে বিলম্ব করায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা।ফায়ার সার্ভিস ও প্র্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে প্রথমে ফ্রিজ থেকে ধোঁয়া বের হয়। মুহূর্তের মধ্যে কাঁচা ঘরে আগুন ছড়িয়ে পড়ে। বাড়ির লোকের চিৎকারে আশপাশের মানুষ এসে আগুন নেভানোর চেষ্টা করেন। একপর্যায়ে মৌলভীবাজার ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে এসে ১ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।শফিক মিয়া জানান, তার গৃহের আসবাবপত্রসহ সম্পূর্ণ ঘর পুড়েছে। ফ্রিজ, টিভি, নগদ টাকা, স্বর্ণালংকারসহ জরুরি কাগজপত্র পুড়ে গেছে। এতে প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।