সিলেটপোস্ট রিপোর্ট :সিলেট-ঢাকা মহাসড়কে ৪টি যানবাহনকে ২হাজার ৬শত টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। সোমবার বিকাল সাড়ে ৪টায় মহাসড়কের তেতলি পয়েন্টে এই অভিযান চালানো হয়। প্রায় এক ঘন্টা অভিযান চালিয়ে ৩টি প্রাইভেট কার ও ১টি মিনি ট্রাককে জরিমানা করে ভ্রাম্যমান আদালত। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন। তাকে সহযোগীতা করেন সিলেট বিআরটিএর মোটরযান পরিদর্শক কেশব কুমার দাস। অভিযান কালে প্রাইভেট কার ঢাকা মেট্রো-০৩০৭৭৬৯ কে ৩০০টাকা, ঢাকা মেট্রো গ-১৩-৩৭৪৮কে ৫০০টাকা, ঢাকা মেট্রো ৫৪-২১৯৭ কে ১০০০টাকা ও সিলেট ছ-১১-০১৬৯ কে ৫০০টাকা, সিলেট ন-১১-২০১৮ কে ৫০০টাকা সহ মোট ২হাজার ৬শত টাকা আদায় করে ভ্রাম্যমান আদালত।