সিলেটপোস্ট রিপোর্ট : ইউএসএআইডি-ডিএফআইড’র অর্থায়নে এনএইচএসডিপির সেবা নেটওয়ার্ক সীমান্তিক বাস্তবায়িত সূর্যের হাসি ক্লিনিক দক্ষিণ সুরমা শাখার উদ্যোগে বিশ্ব এইডস্ দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তারা বলেছেন, এইডস্ এর ভয়াবহতা, সতর্কতা, স্বাভাবিক জীবনের সার্বিক নিশ্চয়তা চেয়ে পালিত হয়ে আসছে প্রতিবছর বিশ্ব এইডস্ দিবস। এই মারাতœক রোগ বা জীবাণু যাই বলিনা কেন এতে প্রতি বছর অসংখ্য মানুষ মারা যাচ্ছে। এইডস্ এখন বিশ্বের বড় ধরনের আতঙ্ক হয়ে ছড়িয়ে পড়েছে। এই আতংক থেকে বিশ্ববাসীকে বাঁচাতে প্রয়োজন সচেতনতা ও সঠিক চিকিৎসা।
গতকাল মঙ্গলবার সকালে ক্লিনিকের অডিটোরিয়ামে এসএইচসিএসজি’র সহসভাপতি সোহেল আহমদ কর্নেলের সভাপতিত্বে ও ক্লিনিক ম্যানেজার ফয়ছল আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সীমান্তিক কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যক্ষ মাজেদ আহমদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিরুল আলম খান। বিশেষ অতিথির বক্তব্য দেন, জাপান-বাংলা ফ্রেন্ডশীপ হাইস্কুলের প্রধান শিক্ষক নিত্যানন্দন চক্রবর্তী, সীমান্তিকের পরিচালক পারভেজ আলম, ইকবাল আহমদ একাডেমীর সভাপতি দেলোয়ার হোসেন, সিলেটপোস্ট২৪ডটকম-এর নির্বাহী সম্পাদক শেখ মো: লুৎফর রহমান, টিলাপাড়া পরিবার উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক হেলেনা আজাদ, রেবতীরমন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য সমস্ উদ্দিন, কেশরখালী স্পোর্টিং ক্লাবের সভাপতি কয়েছ আহমদ, এসএইচসিএসজির সাধারণ সম্পাদক যুব সংগঠক শাহীন আহমদ, সহসভাপতি নয়ন বেগম, সীমান্তিকের এমআইএস অফিসার পলি বেগম, সমাজকর্মী নন্দন পাল, প্যারামেডিক রুমন ব্যানার্জি, মিনাক্ষি রায়, সার্ভিস প্রমোটর আব্দুর রাজ্জাক, আরাফাত হোসেন, এডমিন এ্যাসিস্ট্যান্ট আলমগীর হোসেন, কাউন্সেলর শান্তনা রানী নাথ, সাধনা রানী নাথ, জিতেন্দ্র সরকার, কবি আখলাকুল আম্বিয়া, এনাম উদ্বিন, নির্বাহী সদস্য ফাহমিদা বেগম, সন্ধ্যারানী মালাকার, রুমী বেগম, বাবুল আহমদ, ফয়েজ আহমদ, আল আমিন প্রমুখ।
সভাশেষে কুইজ প্রতিযোগীরা বিজয়ীদের মধ্যে সম্মাননা পত্র ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। শেষে সচেতনতামূলক একটি র্যালী স্থানীয় মোগলাবাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ক্লিনিকে এসে শেষ হয়।