সিলেটপোস্ট রিপোর্ট :অবিলম্বে পাকিস্তানের সাথে সকল ধরনের সম্পর্ক ছিন্ন করতে মুক্তিযুদ্ধ অনুশীলন সিলেট বাংলাদেশ সরকারের কাছে দাবি জানিয়েছে। মহান বিজয়ের মাস ডিসেম্বর বরণ অনুষ্ঠান থেকে এ দাবি জানানো হয়ে।মঙ্গলবার সকাল ৯টায় প্রতি বছরের মতোই মুক্তিযুদ্ধ গবেষণা প্রতিষ্ঠান মুক্তিযুদ্ধ অনুশীলন সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে এই অনুষ্ঠানের আযোজন করে। কর্মসূচিতে ছিল জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন ও বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালি বাংলাদেশকে পাকিস্তানি হানাদার মুক্ত করেছিল, এবার বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে দেশকে রাজাকার মুক্ত করবে।তিনি যুদ্ধাপরাধীদের বিচার দ্রæত সম্পন্ন করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোর দাবি জানান।মুক্তিযুদ্ধ অুনশীলন সভাপতি জ্যেষ্ঠ সাংবাদিক আল-আজাদ বলেন, পাকিস্তানিরা যে কাপুরুষ সেটা আবার প্রমাণ করলো একাত্তরের সত্যকে অস্বীকার করে। পাকিস্তানের এই মিথ্যাচারের উপযুক্ত জবাব দিতে হবে তিনি পাকিস্তানের কাছে বাংলাদেশের সকল পাওনা আদায়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারে প্রতি আহŸান জানান।অনুষ্ঠানে যোগ দেন, মুক্তিযোদ্ধা আফতাব আলী, সাবেক ছাত্রনেতা শাহানারা বেগম, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির জেলা সভাপতি মাহবুবুল আলম মিলন, মেট্রোপলিটন ল কলেজের উপাধ্যক্ষ ড এম শহিদুল ইসলাম, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, মুক্তিযুদ্ধ অনুশীলন সম্পাদক সুরঞ্জিত বর্মন, সদস্য ধ্রæব গৌতম, অধ্যাপক আব্দুল জলিল, বশির আহমদ জুয়েল, শাহেনা বেগম চৌধরী স্বর্ণা, নারী উদ্যোক্তা নুরুন নাহার বেবী, সংগীত শিক্ষক শরদিন্দু চক্রবর্তী, সাংস্কৃতিক সংগঠক আবু তাহের, আবু বকর আল আমিন, সৈয়দ আবু তাহের, বিপ্র দাস, সায়ন চক্রবর্তী, ছাকিব শাওন, আদৃতা নূরেন সাবাহ্, দীপ্র আসিফুল হাই, সুমি আক্তার, হেনা মমো, গোপাল বর্ধন, স্বপন মালাকার শিবা, সোনিয়া আক্তার, সুমাইয়া আক্তার, পরিণীতা রায়, ছাদ উদ্দিন, আতাউর রহমান, ময়না মিয়া, বিপুল তালুকদার প্রমুখ।
পঠিত :
18
সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন