
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সালাহ উদ্দিন এর নেতৃত্বে উপজেলা পরিষদ ভবন থেকে র্যালীটি শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে সমাপ্ত হয়। র্যালীতে অন্যান্যদের মধ্যে অংশগ্রহণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশ্রাফ হোসেন রাসেল, গোয়াইনঘাট থানার ওসি তদন্ত মো. জাহাঙ্গীর হোসেন সরদার, গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগ নেতা মাষ্টার আজিজুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল হক, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক লুৎফুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমেদ উল্যাহ সবুজ, শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা তছলিমা আক্তার, মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, জিতেন্দ্র নাথ দাস, গোয়াইনঘাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম.এ. মতিন, সাংগঠনিক সম্পাদক করিম মাহমুদ লিমন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আছাদ, ছাত্রলীগ নেতা সোহান দে, সাদিকুর রহমান, আশরাফুল আমিন, রুবেল আহমদ, জাবের আহমদ প্রমুখ।