সিলেটপোস্ট রিপোর্ট :সিটি করপোশেরন প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব বলেছেন, ধর্ম বিষয়ে ইমামদের আরো গবেষণা করতে হবে। দেশের মাদ্রাসা শিক্ষাকে আধুনিক করে আমাদের শিশুদের ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করা প্রয়োজন। বিশ্বে আজ মুসলমানরা একত্রিত না থাকার কারনে নির্যাতিত নিপীড়িত হচ্ছেন। এ অবস্থা থেকে বাঁচতে হলে আমাদের ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হওয়া বিকল্প নেই। মঙ্গলবার সকালে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখার উদ্যোগে মাযহাব শীর্ষক স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সিলেট সিটি করপোরেশন মিলনায়নে মাযহাব শীর্ষক এ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সরকারী আলিয়া মাদরাসার সাবেক উপাধ্যক্ষ হাফিজ মাওলানা জিল্লুর রহমান, দরগাহে হযরজ শাহজালাল (র.) মাদরাসার শায়খুল হাদীস মুফতি মুহিব্বুল হক গাছবাড়ী, আযাদ দ্বীনি এদারা বোর্ডের মহাসচিব মাওলানা আব্দুল বাছিত বরকতপুরী, সিলেট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুস্তাক আহমদ খান, সায়খুল হাদিস মো. আতাউর রহমান। জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখার মাওলানা হাবীব আহমদ শিহাব এর সভাপতিত্বে অনুষ্ঠান যৌথ পরিচালনায় করেন সেক্রেটারী মাওলানা সিরাজুল ইসলাম ও সহকারী সেক্রেটারী নুর আহমদ কাশেমী।
পঠিত : 68
সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন