সিলেটপোস্ট রিপোর্ট :বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশনের খেলোয়াড়দের জন্য মোক্তার আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে জার্সি প্রদান করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে দৌলতপুর ইউনিয়ন কমপ্লেক্স হল রুমে ফাউন্ডেশনের সচিব মোঃ আশরাফ আহমদ মারফত এর সভাপতিত্বে ও ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশনের সহ-সভাপতি শফিক আহমদ পিয়ার এর পরিচালনায় জার্সি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ৫নং দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্বাস আলী।বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের মেম্বার আব্দুল মজিদ, আছাব আলী, মোছাঃ শামিমা বেগম, ইউপি সচিব নারায়ণ চন্দ্র দেব। বক্তব্য রাখেন ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনছার আলী, রায়হান আহমদ, ইমরান আহমদ, আক্তার হোসেন। উপস্থিত ছিলেন মুজাহিদ আলী, সাইম উদ্দিন খান, আনহার খান, মাছুম খান, শাহাব উদ্দিন, সাহিদ তালুকদার, পাভেল খান, ইমন আলী, ইমাদ আলী, সাহেল খান প্রমুখ।