সিলেটপোস্ট রিপোর্ট :জকিগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্দ্যেগে যথাযোগ্য মর্যাদায় বিজয় উদযাপনের লক্ষে মঙ্গলবার উপজেলা পরিষদ মিলানায়তনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. মোবাশ্বেরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াহইয়া বেগম, সমাজসেবা কর্মকর্তা দেবব্রত দাস, সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দর, জকিগঞ্জ থানার ওসি তদন্ত সওকত হোসেন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বদরুল হক খসরু, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা মাসুক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খলিল উদ্দিন, পৌর আওয়ামীলীগ সভাপতি সামছ উদ্দিন, সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন সুহেল, সাংবাদিক রহমত আলী, আওয়ামীলীগ নেতা এমএ মালেক, আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক সিরাজ উদ্দিন, আব্দুল আহাদ, পৌর কাউন্সিলর ময়নুল হক রাজু, ব্যবসায়ী শিহাব উদ্দিন প্রমূখ।অন্যান্যদের মধ্যে মুফতি আবুল হাসান ও সাংবাদিক এখলাছুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করতে বিভিন্ন উপ-কমিটি গঠন করা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. মোবাশ্বেরুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, বিজয় দিবসে যেকোন প্রতিষ্ঠানে জাতীয় পতাকার মাপ ঠিক রাখতে হবে। জাতীয় পতাকার আইন লঙ্গন করলে ব্যবস্থা নেয়া হবে।