সিলেটপোস্ট রিপোর্ট :আগামী ৩০ ডিসেম্বর সিলেটের তিনটিসহ দেশব্যাপী ২৩৪টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। সিলেটের ৩টি পৌরসভার একটি হচ্ছে গোলাপগঞ্জ। এ পৌরসভায় মঙ্গলবার পর্যন্ত ৬ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তন্মধ্যে মেয়র পদে ১০ জন, কাউন্সিলর পদে ৪৬ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনে সাবেক পৌর প্রশাসক সিরাজুল জব্বার চৌধুরী (আ.লীগ), আমিনুল ইসলাম রাবেল (আ.লীগ), বর্তমান মেয়র জাকারিয়া আহমদ পাপলু (আ.লীগ), গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন (বিএনপি), মো. সুহেদ আহমদ (স্বতন্ত্র), আমিনুর রহমান লিপন (স্বতন্ত্র) ও আমিনুল ইসলাম আমিন (খেলাফত মজলিস) প্রমুখ মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।সাধারণ কাউন্সিলর পদে ১নং ওয়ার্ড থেকে স্বপন মালাকার, সুমন আলী, আব্দুল কাদির ও মোহাম্মদ জহির উদ্দিন; ২নং ওয়ার্ড থেকে জামিল আহমদ চৌধুরী, আব্দুল্লা আল মামুন, আব্দুল কাদির জাকির ও আব্দুল মতিন; ৩নং ওয়ার্ড থেকে আব্দুল মতিন, মো. আলমঙ্গীর, মো. ইউছুফ আলী, আজমল হোসেন ও জবান আলী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।৪নং ওয়ার্ড থেকে তসজিদ আলী, গোলাম মস্তফা মুসা, এম ফজলুল আলম, মোঃ ফখরুল ইসলাম সাহেদ ও মো. ফখরুল ইসলাম; ৫নং ওয়ার্ড থেকে আবুল হোসেন, মাহতাব উদ্দিন, সুলেমান আহমদ, রফিক আহমদ, ফয়জুর রহমান বদরুল, রুহিন আহমদ খান ও ফখরুল ইসলাম; ৬নং ওয়ার্ড থেকে সৈয়দ সাহানুর, আজিজুর রহমান, মো. হাদিউজ্জামান, মো. আলা উদ্দিন, মো. আব্দুল জলিল, সামুয়েল আহমদ চৌধুরী, আব্দুর রহমান তফাদার ও মজনু মিয়া মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।৭নং ওয়ার্ড থেকে মো. হেলালুজ্জামান, খন্দকার দেলোয়ার হোসেন ও তাজির আহমদ শিপুল; ৮নং ওয়ার্ড থেকে জানাল আহমদ জানাল, জুমেরুজ্জামান, বাহার আহমদ জালাল, ফারুক আলী, আলী হোসেন ও মস্তকিন আলী এবং ৯ নং ওয়ার্ড থেকে নাজিম উদ্দিন, নজরুল ইসলাম ও কামরুল আহমদ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।এদিকে সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১, ২, ৩ নং ওয়ার্ড থেকে স্বপ্না খাতুন, জনি রাণী পাল, ছোফিয়া বেগম, মোছা. ছালমা বেগম; ৪, ৫, ৬ নং ওয়ার্ড থেকে মোছা. নাজিরা খাতুন, মেহেরুন বেগম এবং ৭, ৮, ৯ নং ওয়ার্ড থেকে আনোয়ারা বেগম, মনোয়ারা ফেরদৌস, সোনারা বেগম ও হালিমা বেগম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।