সিলেটপোস্ট রিপোর্ট :আসন্ন পৌরসভা নির্বাচনে সিলেট বিভাগে দলীয় প্রার্থী চূড়ান্ত করছে আওয়ামী লীগ। মঙ্গলবার বিকাল ৫টায় গণভবনে আওয়ামী লীগের স্থানীয়-পৌরসভা মনোনয়ন বোর্ডের প্রথম দফার বৈঠকে এসব প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শুরু হওয়া ওই বৈঠকে সকল পৌরসভার প্রার্থী মনোনয়নও চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। এদিকে বৈঠকের একটি সূত্র নিশ্চিত করেছে, চূড়ান্ত তালিকা তৈরির পর তা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার স্বাক্ষরের পর প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। এরপর তা প্রার্থীদের হাতে তুলে দেওয়া হবে।সিলেট বিভাগের পৌরসভাগুলোতে আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্ত প্রার্থীরা হলেন-
সিলেট জেলা : মুক্তিযোদ্ধা মো. খলিল উদ্দিন (জকিগঞ্জ), লুৎফুর রহমান (কানাইঘাট), জাকারিয়া আহমদ পাপলু (গোলাপগঞ্জ)।
সুনামগঞ্জ জেলা : আইয়ুব বখত জগলুল (সুনামগঞ্জ সদর), আবুল কালাম চৌধুরী (ছাতক), মোশাররফ মিয়া (দিরাই)।
মৌলভীবাজার জেলা : ফজলুর রহমান (মৌলভীবাজার সদর), শাহী আলম ইউনুস (কুলাউড়া), আবু ইমাম মো. কামরান চৌধুরী (বড়লেখা), জুয়েল আহমেদ (কমলগঞ্জ)।
হবিগঞ্জ জেলা : আতাউর রহমান সেলিম (হবিগঞ্জ সদর), অধ্যাপক তোফাজ্জল ইসলাম (নবীগঞ্জ), সাইফুল ইসলাম (চুনারুঘাট), হিরেন্দ্রনাথ সাহা (মাধবপুর), ছালেক মিয়া (শায়েস্তাগঞ্জ)।
তবে আওয়ামী লীগ তাদের দলীয় প্রার্থী চূড়ান্ত করলেও এসব পৌরসভায় দল থেকে মনোনয়ন পেতে ব্যর্থ হওয়া নেতারা মাঠ ছাড়ছেন না। অনেক পৌরসভায় স্বতন্ত্র থেকেই নির্বাচনে লড়বেন এসব বিদ্রোহী নেতারা।