সিলেটপোস্ট রিপোর্ট :সিলেট ও সুনামগঞ্জ জেলার ৬ পৌরসভায় বিএনপির দলীয় মেয়র প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। স্থানীয় নেতৃবৃন্দের সুপারিশের ভিত্তিতে কেন্দ্র থেকে প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।দলীয় মনোনয়নপ্রাপ্তরা হলেন- সিলেট জেলার জকিগঞ্জে বদরুল হক, কানাইঘাটে আবদুর রহিম। সিলেটের অপর পৌরসভা গোলাপগঞ্জে মঙ্গলবার রাত পর্যন্ত প্রার্থী চূড়ান্ত করা সম্ভব হয়নি বলে জানা গেছে।সুনামগঞ্জে মনোনয়নপ্রাপ্তরা হলেন- সুনামগঞ্জ সদরে অধ্যক্ষ শেরগুল আহমদ, দিরাইয়ে মঈন উদ্দিন চৌধুরী, ছাতকে সামছুর রহমান সমছু ও জগন্নাথপুরে রাজু আহমদ।