সিলেটপোস্ট রিপোর্ট :ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মাওলানা মুফতী সৈয়দ মো. রেজাউল করীম চরমোনাই পীর ও দারুল উলুম দেওবন্দ মাদরাসার মুহাদ্দিস মুফতী মোহাম্মদ আমিন পালনপুরী চারদিনের সফরে ৮ ডিসেম্বর সিলেট আসছেন। ৮ ডিসেম্বর মঙ্গলবার বাদ মাগরিব জৈন্তাপুর উপজেলার দরবস্ত বাজাওে, বাদ এশা গোলাপগঞ্জ বাজারে ও ৯ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত তিনদিনব্যাপী সিলেট আলিয়া মাদরাসা মাঠে সকাল ও রাতে প্রধান অতিথির বয়ান পেশ করবেন চরমোনাইর পীর। বিশেষ অতিথি হিসাবে ১০ ডিসেম্বর বৃহস্পতিবার বাদ এশা বক্তব্য রাখবেন দারুল উলুম দেওবন্দ মাদরাসার মুহাদ্দিস মুফতী মোহাম্মদ আমিন পালনপুরী। মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখবেন মাওলানা হাফিজ ইউনুস আহমদ, মাওলানা মুফতী ওমর ফারুক সন্দ্বিপী, মাওলানা মুফতী মিজানুর রহমান সাঈদ, মাওলানা মুফতী সৈয়দ ইসহাক মো. আবুল খায়ের, মাওলানা মুফতি মো. ইউসুফ, মাওলানা আহমদ আলী, মাওলানা আনোয়ারুল হক চৌধুরী, মাওলানা মুস্তফা কামাল, মাওলানা ফয়জুর রহমান প্রমুখ।মাহফিলে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদেও উপস্থিত থাকার আহবান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সেক্রেটারি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ।