সিলেটপোস্ট রিপোর্ট :কর অঞ্চল সিলেটের কর কমিশনারের সঙ্গে রাজস্ব বিষয়ে সুনামগঞ্জে ব্যবসায়ীদের সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সুনামগঞ্জ চেম্বার অব কমার্স’র উদ্যোগে চেম্বারস কার্যালয়ে অনুষ্টিত সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কর কমিশনার মো. মাহমুদুর রহমান। সংলাপে সুনামগঞ্জের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খায়রুল হুদা চপলের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে বক্তব্য রাখেন সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সহ সভাপতি সজীব রঞ্জন দাশ, বিশিষ্ট ব্যবসায়ী শামছুল হক, মোজাম্মেল হক, খসরুল আলম, মোস্তাক আহমদ, অমল কর প্রমুখ।ব্যবসায়ীরা রাজস্ব বৃদ্ধির আগে সুনামগঞ্জে ব্যবসায়ীক অবকাঠামো তৈরির অনুরোধ জানান। সরকারি কোষাগার বৃদ্ধিতে কর্মকর্তারা ব্যবসায়ীদেরকে নিয়মিত কর প্রদানে অনুরোধ জানান।