সিলেটপোস্ট রিপোর্ট :সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুমতি নিয়ে বানিজ্যিক (বিজ্ঞাপনী) কার্যক্রম শুরু করায় অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে সিলেট সিটি করপোরেশন কর্তৃপক্ষ। বুধবার বিকেল ৩টায় মাদার’স গ্রুপ নামের একটি প্রতিষ্ঠান অলো ফোরজি এলটিই (ollo 4G LTE) কোম্পানির বিজ্ঞাপনী কার্যক্রম শুরু করলে সিটি করপোরেশন তা বন্ধ করে দেয়।জানা যায়, সিলেট সিটি করপোরেশন থেকে শহীদ মিনারে সাংস্কৃতিক অনুষ্ঠান করার অনুমতি নেয় জিন্দাবাজারের রাজা ম্যানশনের মাদার’স গ্রুপ নামের একটি প্রতিষ্ঠান। বুধবার বিকেলে প্রতিষ্ঠানটি তাদের অনুষ্ঠান শুরু করে। এ সময় অনুষ্ঠান মঞ্চে তারা অলো ফোরজি এলটিই (ollo 4G LTE) এর ব্যানারে একটি ইন্টারনেট কোম্পানির প্রচারণা শুরু করে। মহান বিজয়ের মাসে শহীদ মিনারে বাণিজ্যিক অনুষ্ঠান দেখে শহীদ মিনার বাস্তবায়ন কমিটি সিটি করপোরেশন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন। অভিযোগ পেয়ে সিটি করপোরেশন কর্তৃপক্ষ প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল ইসলাম সিরাজকে শহীদ মিনারে পাঠান। তিনি অনুষ্ঠানস্থলে এসে অভিযোগের সত্যতা পেয়ে অনুষ্ঠান বন্ধের নির্দেশ দেন। সিটি করপোরেশনের বাধায় আয়োজকরা তাদের অনুষ্ঠান গুটিয়ে নেয়।সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল ইসলাম সিরাজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে বানিজ্যিক অনুষ্ঠান করায় তা বন্ধ করে দেওয়া হয়েছে।
মাদার’স গ্র“পের কর্মকর্তা মঞ্জুর আহমদ বলেন, এ রকম সাংস্কৃতিক অনুষ্ঠান শহীদ মিনারে করা যাবে না জানা ছিল না। তাই কর্তৃপক্ষের নিষেধে অনুষ্ঠান বন্ধ করা হয়েছে।