সিলেটপোস্ট রিপোর্ট :শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যিালয়ে অগ্রাধিকার ভিত্তিতে সিলেট বিভাগের ছাত্র-ছাত্রীদের ভর্তির দাবী জানিয়েছে সিলেট ডেভলাপমেন্ট কাউন্সিল।
বুধবার সকালে এসডিসি’র চেয়ারম্যান খন্দকার মামুন আলী আখতারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ভিসি ড.আমিনুল হক ভূইয়ার নিকট এ বিষয়ে একটি স্মারক লিপি পেশ করেন।স্মারক লিপিতে উল্লেখ করা হয়, উচ্চ শিক্ষার ক্ষেত্রে শাবি সিলেটের একটি শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্টান। সিলেটবাসীর দীর্ঘ দিনের আন্দোলন সংগ্রামের ফসল শাবিতে প্রতি বছর ভর্তির সময় স্থানীয় ছাত্রছাত্রীরা পর্যাপ্ত পরিমাণে ভর্তির সুযোগ পাচ্ছে না। ফলে উচ্চ শিক্ষার ক্ষেত্রে সিলেট বিভাগ অনেক পিছিয়ে পড়েছে।এসডিসি জাতীয় উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে শাবিতে ভর্তির ক্ষেত্রে সিলেট বিভাগের ছাত্রছাত্রীদের অগ্রাধিকার প্রদান করে উচ্চ শিক্ষার সুয়োগ সৃষ্টি করে দেয়ার আহ্বান জানায়।স্মারকলিপি গ্রহণ করে শাবির ভিসি ড.আমিনুল হক ভূইয়া বলেন, রাষ্ট্রীয় বিধি-বিধান মেনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি সর্বাত্মক প্রচেষ্ঠা চালিয়ে যাবেন। স্মারক লিপি প্রদানকালে উপস্থিত ছিলেন এসডিসি’র এসিস্টেন্ট জেনারেল সেক্রেটারী আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক মুফতি রশিদ আহমদ, দপ্তর সম্পাদক নাছির আহমদ খান, ধর্ম ও শিক্ষা বিষয়ক সম্পাদক দেওয়ান মাসুদ রাজা চৌধুরী, মহানগর কমিটির আহ্বায়ক আব্দর রহিম তালুকদার।