সিলেটপোস্ট রিপোর্ট : বিশ্বসেরা হাফিজ, ক্বারীদের তেলাওয়াত ও সংবর্ধনা সম্মেলন আগামী ২৫ ও ২৬ ডিসেম্বর সিলেট সরকারী আলিয়া মাদরাসা ময়দানে অনুষ্ঠিত হবে। সম্মেলন সফল করতে ইমাম সমিতি মহানগর শাখার নেতৃবৃন্দ নগরীর বিভিন্ন ওয়ার্ডের ইমাম-মোয়াজ্জিনদের সাথে মতবিনিময় অব্যাহত রেখেছেন।
সম্মেলন সফলের লক্ষ্যে ইমাম নেতৃবৃন্দ বুধবার নগরীর ১৯নং ওয়ার্ডের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শাখার সভাপতি হাফিজ মাওলানা আব্দুস শহীদ এর সভাপতিত্বে ও সেক্রেটারী হাফিজ মাওলানা আবিদ হাসান এর পরিচালনায় অনুষ্ঠানে মেহেমান হিসেবে বক্তব্য রাখেন মহানগর সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব, সেক্রেটারী মাওলানা ক্বারী সিরাজুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন হাফিজ মাওলানা আকমল হোসেন, মাওলানা নূর আহমদ, মাওলানা আব্দুল্লাহ, হাফিজ শফিকুর রহমান চৌধুরী প্রমুখ।
এদিকে বুধবার নগরীর ৬নং ওয়ার্ডের ইমাম-মোয়াজ্জিনদের সাথে সম্মেল সফলের লক্ষ্যে এক মতবিনিময় সভায় মিলিত হন মহানগর নেতৃবৃন্দ। শাখা সভাপতি মাওলানা হিফজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী হাফিজ মাওলানা সিদ্দিক আহমদ এর পরিচালনায় বক্তব্য রাখেন হাফিজ মাওলানা শামস উদ্দিন, হাফিজ মশিউর রহমান, মাওলানা শামসুল হক ও হাফিজ মোঃ মুসা প্রমুখ।
বিশ্বসেরা হাফিজদের সম্মেলন সফলের লক্ষ্যে ওয়ার্ড পর্যায়ে দাওয়াতী কার্যক্রম পরিচালনা করা ও বিত্তবান দ্বীনদরদী মুসলমানদের কাছে সার্বিক সহযোগিতা কামনা করা হয়।