সিলেটপোস্ট রিপোর্ট :মিয়ানমারে গত মাসে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে জয়ের পর ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া নিয়ে দেশটির শাসকদের সঙ্গে বৈঠকে বসছেন এনএলডি (ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি) প্রধান অং সান সু চি।সু চি এরই মধ্যে মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইনের সঙ্গে তার বাসভবনে গিয়ে বৈঠক করেছেন। উভয়ে প্রায় ৪৫ মিনিট ধরে আলোচনা করেন বলে জানিয়েছেন প্রেসিডেন্টের এক মুখপাত্র।বৈঠকে শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ওই মুখপাত্র।এদিন বিকেলে ক্ষমতা হস্তান্তর নিয়ে দেশটির সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের সঙ্গেও আলোচনা করবেন সু চি।এর আগে ১৯ নভেম্বর ক্ষমতা হস্তান্তরের বিষয়টি নিয়ে দেশটির সাবেক জেনারেল ও নিম্নকক্ষের স্পিকার শিউ মানের সঙ্গে সাক্ষাৎ করেন সু চি।
মিয়নামারে ২৫ বছর পর অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ৮০ শতাংশ আসন পেয়ে জয়ী হয় সু চির দল এনএলডি। এ ফলাফলের পর বিজয়ী দলের কাছে শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট ও সেনাপ্রধান।দেশটির চলমান সংসদের মেয়াদ আগামী জানুয়ারি পর্যন্ত রয়েছে। এর পরই তা ভেঙে দিয়ে নতুন সরকার গঠনের আহ্বান জানানো হতে পারে।সংশয় থাকা সত্ত্বেও এনএলডি শেষ পর্যন্ত সরকার গঠনে সক্ষম হলে প্রেসিডেন্ট হতে পারবেন না নোবেলজয়ী সু চি। দেশটির সংবিধানের ৫৯(এফ) ধারা অনুযায়ী, যদি কেউ কোনো বিদেশী নাগরিককে বিয়ে করেন এবং তার সন্তানরা অন্য দেশের নাগরিক হয়ে থাকেন, তাহলে তিনি প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।অবশ্য প্রেসিডেন্ট হতে না পারলেও এর উপরে থেকে দেশ চালানোর ঘোষণা দিয়েছেন ৭০ বছর বয়সী সু চি।এর আগে ১৯৯০ সালের সাধারণ নির্বাচনে ৮১ শতাংশ আসন পেয়ে জয়ী হলেছিল সু চির এনএলডি। সে সময় অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা দখল করে নেয় সেনাবাহিনী।
সূত্র: বিবিসি