সিলেটপোস্ট রিপোর্ট :আসন্ন পৌরসভা নির্বাচনে হবিগঞ্জ পৌরসভায় আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিমকে আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত মনোনয়ন পত্র প্রদান করেছেন। গতকাল রাতে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর-লাখাই আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির-এর কার্যালয়ে এসে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মজিদ খান এমপি, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম, এডভোকেট আতাউর রহমান, হাবিবুর রহমান, সৈকত আকবর সোহেল, ফেরদৌস আহমেদ, লুকড়া ইউনিয়নের চেয়ারম্যান ফরহাদ আহমেদ আব্বাস, বিপ্লব রায় চৌধুরী, আব্দুর রউফ মাসুক, জুনেদ আহমেদ, মোঃ আলমগীর, গৌতম রায়, শফিকুজ্জামান হিরাজ, সাইফুল আলম রানা, ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরী প্রমুখ।