সিলেটপোস্ট রিপোর্ট :মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ইউনিট কমান্ডকেকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট মহানগর এর নতুন কমিটির পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। বৃহস্পতিবার দুপুর ১টায় নগরীর জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এ শুভেচ্ছা জানানো হয়। এতে উপস্থিত ছিলেন সিলেট মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ভবতোষ রায় বর্মন, বীর মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মো. আব্দুল খালিক, বীর মুক্তিযোদ্ধা নাজমুল হোসেন, দীপংকর চক্রবর্তী, হীরা মিয়া, আব্দুল মান্নান, নীলকান্ত সিংহ ও সাবেক জেলা সেক্টর কমান্ডার শোয়েব আহমদ। নবাগত কমিটি: আহবায়ক নূর আহমেদ কামাল, যুগ্ম আহবায়ক সৈয়দ আবু ফাহিম আজাদ সুমন ও আব্দুল খালিক লাভলু এবং সদস্য সচিব এন এম ময়না মিয়া ও যুগ্ম সদস্য সচিব সৈয়দ নাঈম আজাদ টিপু।কমিটির অন্য সদস্যরা হচ্ছেন মো. সাইফুল ইসলাম, মো. রুবেল আহমদ, কামরুল হোসেন সাজ্জাদ, মাহফুজ আহমদ রাজু, মো. আমিনূর রহমান পাপ্পু, নেহজাব আহমদ শাফি, মো. ফারুক হোসেন, শ্রী মৃনাল কান্তি পাল শুভ, শাহেল আহমদ, কামরান আহমদ, শাপলা বেগম, রতœা আহমেদ তামান্না, ইমন আহমদ সুমন, শাহেদ শাহরোখ আল রহমান অয়ন, মো. দুলাল মিয়া, শ্রী গুরুপ্রসাদ দাশ দ্বীপ, মো. রুকনুজ্জামান, মো. লায়েক আহমদ, মো. জুনেদ আহমদ, মো. রফিক মিয়া, মো. আবুল কালাম আজাদ, মোছা. শামীমা ইয়াসমিন রুজি, মোছা মিছবাহ বেগম, মো. করিম, মো. আলী, মো. আল আমিন।