সিলেটপোস্ট রিপোর্ট :সিলেটের অন্যতম শীর্ষস্থানীয় ইংরেজী মাধ্যমের স্কুল আনন্দনিকেতনের ২৫ বছর পূর্তি উপলক্ষ্য বৃহস্পতিবার স্কুল প্রাঙ্গনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্কুলের বিভিন্ন ক্লাসের ছাত্রছাত্রীরা নাচ, গান. আবৃত্তি সহ নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্কুলের প্রিন্সিপাল ডেনিস ডেন্ট, স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন স্কুলের একাডেমিক হেড শামীম চৌধুরী, এ্যডমিনিসট্রেটিভ হেড ফাহমিনা নাহাস, স্কুলের শিক্ষিকা জামিলা জেসমিন ও পারভিজ জাহান। অনুষ্ঠান পরিচালনা করেন স্কুলের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী সৈয়দ মোস্তফা মুসা ও নভেরা রহমান।প্রায় দুই ঘন্টাব্যাপী স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনা উপস্থিত অভিবাবক, শিক্ষক ও ছাত্রছাত্রীদের মুগ্ধ করে। এ উপলক্ষ্যে প্রাক্তন ছাত্রশিক্ষক পূনর্মিলনী আগামী ১১ ও ১২ ফেব্রæয়ারী অনুষ্ঠিত হবে। এতে প্রধান আতথি হিসাবে উপ¯িথত থাকবেন দি ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম। পূনর্মিলণীতে রেজিস্ট্রেশন সংক্রান্ত সকল তথ্য স্কুলের ওয়েব সাইটwww.anandaniketan.info এ দেওয়া আছে বলে স্কুল কর্তৃপক্ষ জানান।