সিলেটপোস্ট রিপোর্ট : সিলেট সদর উপজেলার লামাকাজী লালারগাঁও ক্রিকেট ক্লাব (এলসিসি)’র ক্লাবের সদস্য সায়েম আহমদ’র মাতা ও আম্বরখানা এলাকার ব্যবসায়ী মনির উদ্দিনের স্ত্রী ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্বামী, ২ মেয়ে ও ৫ ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন গুনগ্রাহী রেখে গেছেন।বৃহস্পতিবার রাতে তার মরদেহ লামাকাজির বাড়িতে এসে পৌঁছেছে। শুক্রবার বাদ জুম্মা লামকাজি জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার জানাযার নামাজ সম্পন্ন হবে।পরিবারের পক্ষ থেকে জানাযার নামাজে সকলের উপস্থিতি কামনা করা হয়েছে। এদিকে সায়েমের মাতার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন সিলেট সদর উপজেলার জালালাবাদ থানাধীন ৭নং মোগলগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ড চাঁনপুর গোল্ডেন উইং সমাজ কল্যান ও ক্রীড়া সংস্থার সভাপতি রোটারিয়ান মোঃ শাহীন আহমদ, সিনিয়র সহ-সভাপতি লিয়াকত আলী, সহ-সভাপতি রাসেল আহমদ, সহ-সভাপতি ও সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ’র সদস্য এইচ.এম দেলোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক টিপুজ্জামান, সহ-সম্পাদক জাহেদ আহমদ, প্রচার সম্পাদক, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ, আম্বরখানা বাজার ব্যবসায়ী কার্যকরী কমিটির সদস্য ও আম্বরখানাস্থ জুনেদ এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর জুনেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মামুন আহমদ, অর্থ রুহেল আহমদ, ক্রীড়া সম্পাদক মহি উদ্দিন আমিন, দপ্তর সম্পাদক আব্দুল কাদির, সিনিয়র সদস্য শাহাব উদ্দিন, কাওছার আহমদ, সদস্য কামাল আহমদ, লায়েক আহমদ, শাকিল আহমদ, রবিউল ইসলাম প্রমুখ।নেতৃবৃন্দ সায়েম আহমদ এর মাতার বিদেহী আত্মার মাগফেরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।