সিলেটপোস্ট রিপোর্ট :শায়েস্তাগঞ্জ পৌরসভার নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী মোঃ ছালেক মিয়া বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ও শায়েস্তাগঞ্জ পৌরসভার রির্টানিং কর্মকর্তা মোঃ আশফাকুল হক চৌধুরীর নিকট মনোনয়ন পত্র দাখিল করেছেন। এ সময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামীলগের সভাপতি এ্যাডভোকেট আব্দুল আহাদ ফারুক, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, জেলা আওয়ামীলীগ নেতা শেখ মুজিবুর রহমান, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, শায়েস্তাগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাশেম শিবলু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সর্দার, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত, সদর উপজেলা যুবলীগের সভাপতি ফজল উদ্দিন তালুকদার প্রমুখ।