সিলেটপোস্ট রিপোর্ট :মৌলভীবাজার জেলার রাজনগরে গাছের সঙ্গে ধাক্কা লেগে সোহেল মিয়া (২২) নামে এক পিকআপ চালক নিহত হয়েছেন। এ ঘটনায় কামাল মিয়া (২৫) নামে আরও এক জন গুরুতর আহত হয়েছেন।শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার লংগরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল মিয়া হবিগঞ্জের বাহুবল উপজেলার বাসিন্দা।প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে লংগরপুল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ভ্যান সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই চালক সোহেলের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। আহত কালাম মিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।রাজনগর থানার উপ-পরিদর্শক (এসআই) উত্তম কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।