সিলেটপোস্ট রিপোর্ট :সিলেটের বিশ্বনাথ উপজেলায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে ১৬তম বিজয় দিবস নক আউট টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ওই টুর্নামেন্টের উদ্বোধন হয়।বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে উপজেলার ৩৭টি দল অংশ নিচ্ছে।
উদ্বোধনী খেলায় স্বপদ্বীপ ক্রিকেট ক্লাবকে বিশাল ব্যবধানে হারিয়ে স্বাধীনতা ক্রিকেট ক্লাব জয়লাভ করে।