সিলেটপোস্ট রিপোর্ট :সিলেটের জৈন্তাপুর উপজেলা বিএনপি’র সাবেক সহ-সাধারন সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলতাফ হোসেন বিলাল, জৈন্তাপুর উপজেলা ছাত্রদল নেতা ফরিদ আহমদ এবং রুবেল আহমদকে আটক করে কারাগারে প্রেরণের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল।
শুক্রবার এক বিবৃতিতে নেতৃবৃন্দ এ দাবি জানান। বিবৃতিতে নেতৃবৃন্দ অত্যাচার নির্যাতন করে শহিদ জিয়ার আদর্শের সৈনিকদের গনতন্ত্র উদ্ধারের আন্দোলন থেকে সরানো যাবে না। সাজানো মামলায় গ্রেফতার করে এ সরকার জনগণের মনে যে ভয় ঢুকাতে চাচ্ছে তাতে তারা সফল হবে না, জনগণতে সাথে নিয়ে খালেদা জিয়ার নেতৃত্বে জাতীয়তাবাদী আদর্শের সৈনিকরা এদেশে আবার গনতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। নেতৃবৃন্দ অবিলম্বে আলতাফ হোসেন বিলাল, ফরিদ আহমদ ও রুবলে আহমদসহ কারাগারে আটক সকল নেতাকর্মীদের মুক্তি দাবি করেন।বিবৃতিদাতারা হলেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সিলেট জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক এডভোকেট সামসুজ্জামান জামান, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক নাজিম উদ্দিন লস্কর, যুগ্ম আহবায়ক এডভোকেট আব্দুল ওয়াছেহ চৌধুরী জুবের, যুগ্ম আহবায়ক অধ্যাপক আজমল হোসেন রায়হান, জাকির হোসেন, আব্দুল ওয়াহিদ সোহেল, আব্দুস সহিদ, মওদুদুল হক মওদুদ, এডভোকেট খালেদ জোবায়ের।