সিলেটপোস্ট রিপোর্ট : বিশিষ্ট ইসলামী চিন্তাবীদ মাওলানা আব্দুল আহাদ জিহাদী বলেছেন ওলি আউলিয়াদের দেখানো পথ অনুস্মরণের মাধ্যমে মুমিন জীবন পরিচালনা করতে হবে। যুগে যুগে এ জমিনে ইসলামী আর্দশ বাস্তবায়নে নবী রাসূলগণ প্রেরিত হয়েছেন। তাদের মাধ্যমেই সত্য ধর্ম ইসলামের প্রচার ও প্রসার ঘটেছে। সুতরাং প্রকৃত মুসলমান হিসেবে সকলকে তাদের দেখানো পথ মেনে চলতে হবে।
মঙ্গলবার বিকেলে দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের আলীনগরস্থ শাহ সুফি পীর আলহাজ্ব মোহাম্মাদ আজফর আলী (রঃ) এর ৪০তম ইছালে ছওয়াব মাহফিল উপলক্ষে মাজার সংলগ্ন মাঠে আয়োজিত ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আলীনগর সাবসেন জামে মসজিদের মোতাওয়াল্লী আলহাজ্ব আব্দুর রউফ ও খাদেম পীর আলহাজ্ব মোঃ গাজীউর রহমান এর সভাপতিত্বে, আলীনগর সাবসেন জামে মসজিদের মোয়াজ্জিন হাফিজ দেলোয়ার হোসেন এর পরিচালনায় মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছবদলপুর ডি.কে মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল জব্বার, তাজমহরম জামে মসজিদের খতিব মাওলানা মোঃ মাহতাব উদ্দিন, আলীনগর সাবসেন জামে মসজিদের খতিব মাওলানা ক্বারী আবুল হোসাইন, পুরান সিরাজপুর জামে মসজিদের খতিব হাফিজ খুরশেদ আলম, ছত্রিশ মাদ্রাসার শিক্ষক মাওলানা ইলিয়াছুর রহমান। বক্তব্য রাখেন আকিল শাহ এন্ড ফুলতলি (রঃ) এর প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক আনোয়ার হোসেন মাস্টার, দক্ষিণ সুরমা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শফিক আহমদ শফি, লালাবাজার ৩নং ওয়ার্ড সদস্য শহিদুর রহমান, সমাজসেবী নিজাম উদ্দিন, সুলাইমান আলী, শহিদুল ইসলাম লিটন।