সিলেটপোস্ট রিপোর্ট : দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের তুরুকখলাস্থ মনির আহমদ একাডেমী প্রাইভেট ক্যাডেট কলেজ এর উদ্যোগে শুক্রবার বিকেলে মোগলাবাজারে এ মজিদ কমপ্লেক্সে শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।
দক্ষিণ সুরমা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শিক্ষানুরাগী মোঃ লুৎফুর রহমানের সভাপতিত্বে ও মনির আহমদ একাডেমীর সহকারী শিক্ষক আব্দুল আহাদ উজ্জলের পরিচালনায় সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি ও দৈনিক সিলেটের ডাকের দক্ষিণ সুরমা প্রতিনিধি জাহাঙ্গীর আলম মুসিক। প্রধান আলোচকের বক্তব্য রাখেন মনির আহমদ একাডেমী প্রাইভেট ক্যাডেট কলেজের অধ্যক্ষ উজ্জ্বল কুমার সাহা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এ. সামাদ মেমোরিয়াল কিন্ডারগার্টেনের পরিচালক শিক্ষানুরাগী সুহেল আহমদ কর্নেল। স্বাগত বক্তব্য রাখেন একাডেমীর সিনিয়র শিক্ষক মাওলানা বদরুজ্জামান। বক্তব্য রাখেন শিক্ষক সারওয়ার সিদ্দিকী, মনিরুজ্জামান সুমন, আরাফাত বিন হোসাইন, যুবকর্মী দিলু মিয়া। উপস্থিত ছিলেন দৈনিক সিলেট সুরমার দক্ষিণ সুরমা প্রতিনিধি শরীফ আহমদ, ব্যবসায়ী সাইদুল ইসলাম, টিপু আহমদ, সূর্যের হাসি ক্লিনিক দক্ষিণ সুরমা উপজেলা শাখার ম্যানেজার ফয়ছল আহমদ, এসএইচসিএজি সাধারণ সম্পাদক যুব সংগঠক শাহিন আহমদ প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রাঘবপুর জামে মসজিদের ইমাম মাওলানা কুদ্দুস আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর আলম মুসিক বলেন, মনির আহমদ একাডেমী শিক্ষা বিস্তারে অন্যন্য অবদান রাখছে। সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশের মাধ্যমে শিক্ষার্থীদের জীবনমান উন্নয়ন ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। যুগপোযোগী শিক্ষাকে কাজে লাগিয়ে ভবিষ্যত প্রজন্মকে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদেরকে দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের এগিয়ে আসার আহবান জানান।
প্রধান আলোচকের বক্তব্যে অধ্যক্ষ উজ্জ্বল কুমার সাহা বলেন, বিশিষ্ট শিক্ষানুরাগী মনির আহমদ একডেমী প্রতিষ্ঠার লগ্ন থেকে শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা পাওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। ফলে শিক্ষার্থীর সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। এ ধারা অব্যাহত থাকলে অত্র এলাকায় শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছাবে।