সিলেটপোস্ট রিপোর্ট : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রিয় সংসদের সাবেক সহ-সভাপতি ও সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এবং ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামালকে আটক করে কারাগারে প্রেরণের তীব্র নিন্দা, প্রতিবাদ ও মুক্তির দাবী জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি, হযরত শাহপরাণ রহ. থানা শাখার সভাপতি ও ৪নং খাদিম পাড়া ইউনিয়ন বিএনপির ১ম ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মদ রমিজ উদ্দিন, জেলা শাখার সাধারণ সম্পাদক ও ওসমানীনগর উপজেলা সভাপতি মাওলানা কাজী নুরুল হক, জেলা শখার সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা মাহবুব আহমদ ফয়েজী, সহ-সভাপতি প্রিন্সিপাল মাওলানা বদরুল আলম, ওলামা দল নেতা মাওলানা মুফতী সাদিকুর রহমান আমিনী প্রমুুখ।
নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, বিরোধী মতাবলম্বী মানুষদের উপর অমানবিক নির্যাতন চালিয়ে আওয়ামীলীগ সরকার তার অবৈধ শাসনকে কিছুটা দীর্ঘায়িত করতে পারবে মাত্র। কিন্তু শেষরক্ষা করতে পারবে না। নেতৃবৃন্দ আওয়ামী অগণতান্ত্রিক আচরণ বন্ধ করে গণতন্ত্রের পথে ফিরে আসার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। অবিলম্বে গণতন্ত্র মুক্তির অগ্রসৈনিক ছাত্রদল কেন্দ্রিয় সংসদের সাবেক সহ-সভাপতি ও সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এবং ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল সহ কারাগারে আটক জাতীয় ও স্থানীয় সকল নেতৃবৃন্দের মুক্তির দাবী জানান।