সিলেটপোস্ট রিপোর্ট :সিলেট নগরীর বারুতখানায় ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির এক ছাত্র। মোটর সাইকেলে কয়েকজন দুর্বৃত্ত এসে অতর্কিত হামলা চালিয়ে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে বারুতখানা পয়েন্টে এ ঘটনা ঘটে। আহত ছাত্রের নাম সাকিব রুহিত (২২)। সে নগরীর আম্বরখানা চন্দনটুলা চয়ন-২৫ নম্বর বাসার যুক্তরাষ্ট্র প্রবাসী আবদুল হামিদ ইকবালের ছেলে। রুহিত মেট্রেপলিটন ইউনিভার্সিটির বিবিএ’র ছাত্র।রুহিতের বন্ধু ও প্রত্যক্ষদর্শী তানহা জানান- চন্দনটুলা বাসা থেকে রিকশাযোগে জেলরোড যাচ্ছিলেন রুহিত। বারুতখানা পয়েন্টে আসার পর ৫টি মোটর সাইকেলে কয়েকজন যুবক এসে রিকশার গতিরোধ করে রুহিতকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।গুরুতর আহতাবস্থায় রুহিতকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাত ১২টায় এ প্রতিবেদন লেখার সময় তার শরীরে অস্ত্রোপচার চলছিল। রুহিতের পিঠ ডান হাত ও বাম পায়ে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করেছে বলে জানা গেছে।