সিলেটপোস্ট রিপোর্ট :বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মণির জন্মদিন পালন করেছে সিলেট জেলা যুবলীগ। শুক্রবার সিলেটেরর একটি কমিউনিটি সেন্টারে কেক কাটা ও শেখ ফজলুল হক মণির বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা সভায় বক্তারা বলেন, মনির গড়া যুবলীগ আজ এশিয়ার মধ্যে সর্ব বৃহৎ যুব সংগঠন, জননেএী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে দেশের সকল ভাল কাজের সাথে যুবলীগ সম্পৃক্ত।সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খোন্দকার মহসিন কামরানের পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট জুয়েল আহমদ, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল মতিন, লন্ডন মহানগর যুবলীগের সভাপতি তারেক আহমদ, মহানগর যুবলীগের সদস্য সাহেদ আহমদ, সিলেট জেলা যুবলীগ নেতা গোলাম মৌলা চৌধুরী, আপ্তাব হোসেন, রেজাউল ইসলাম রেজা, লোকমান আহমদ, শাহিন আহমদ, সাজলু লস্কর, জহিরুল ইসলাম জুয়েল, ঢাকা মহানগর উত্তর ছাএলীগের সাবেক সহ সাধারণ সম্পাদক আব্দুল আজিজ বাবু, শেখ আবুল হাসনাত বুলবুল, ভানু লাল দাস, বিপ্লব কান্তি দাস, মো: সাইদুল ইসলাম,আসাদুজ্জামান খাঁন জুয়েল, নাইমুল ইসলাম, সুজিত তালুকদার, রাসেল আহমদ, সৈয়দ নাইমুর রহমান, আজাদ মিয়া প্রমুখ।