সিলেটপোস্ট রিপোর্ট :সিলেট সদর দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলন গত এক দশকেও হয়নি। ৩ বছরের কমিটি দিয়ে এক দশক পার করে দিয়েছেন ‘দায়িত্বশীল’ নেতারা। এ নিয়ে সাধারণ নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে ক্ষোভ আর হতাশা।জানা যায়, ২০০৪ সালে ডা. আবদুস শুকুরকে সভাপতি ও হাজী রইছ আলীকে সাধারণ সম্পাদক করে ৬৭ সদস্য বিশিষ্ট সদর দক্ষিণ আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়। সভাপতি থাকা অবস্থায় ডা. আবদুস শুকুর ২০১২ সালের ৮ নভেম্বর মৃত্যুবরণ করেন। এর কিছুদিন পর সহ-সভাপতি সৈয়দ মোক্তাদির হোসেন লাকিও পরলোকগমন করেন। সভাপতি আবদুস শুকুরের মৃত্যুর পর পদ প্রত্যাশীদের মাঝে দৌড়ঝাঁপ শুরু হয়। পরে বর্ধিত সভার মাধ্যমে সহ-সভাপতি মুক্তিযোদ্ধা সাইফুল আলমকে সভাপতি করা হয়।বর্ধিত সভায় উপজেলা চেয়ারম্যান আবু জাহিদ দায়িত্বশীল নেতাদের ওপর ক্ষোভ ঝাড়েন। এসময় দলকে শক্তিশালী করতে নেয়া হয় বিভিন্ন উদ্যোগ। মেয়াদোত্তীর্ণ বিভিন্ন ইউনিয়ন কমিটির সম্মেলন শুরু হয়। এক পর্যায়ে সিলাম ইউনিয়ন কমিটির সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়। ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনের দিন দলের বড় একটি অংশ সম্মেলন প্রত্যাখান করে বাতিলের দাবি জানায়। নেতাকর্মীরা পক্ষপাতিত্বের অভিযোগ তুলে সম্মেলনের নতুন তারিখ ধার্য করার দাবিতে দিনভর বিক্ষোভ করেন। পরিস্থিতি বেগতিক দেখে বিপুলসংখ্যক পুলিশ অবস্থান নেয়। পরে সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী ক্ষুব্ধ নেতাকর্মীদের নিয়ে দফায় দফায় বৈঠক করেও ব্যর্থ হন। শেষ পর্যন্ত কোনো সুরাহা হয়নি।এদিকে দীর্ঘদিন পর সদর দক্ষিণ আওয়ামী লীগের নতুন কমিটি গঠনের তৎপরতা শুরু হয়েছে। কমিটিতে পদ পেতে বিভিন্ন নেতারা দৌড়ঝাঁপ করছেন বলে জানা গেছে।সদর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক কৃষিবিষয়ক সম্পাদক শাহ্ আলী রেজা বলেন, সম্মেলনে তিনি নিজে সভাপতি প্রার্থী হবেন। রাজনীতিতে হারজিত থাকবেই।বর্তমান কমিটির যুগ্ম-সম্পাদক আবদুর রাজ্জাক বলেন, তৃণমূল নেতাকর্মীরা যদি চায় তাহলে তিনি সম্পাদক প্রার্থী হবেন।
জেলা ছাত্রলীগ ও যুবলীগের প্রভাবশালী সাবেক কয়েক নেতা এই কমিটিতে স্থান পেতে জোর লবিং চালিয়ে যাচ্ছেন। জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ফখরুল ইসলাম সাইস্তা, যুবলীগের আহবায়ক ইকরাম হোসেন বক্ত, প্রয়াত সাবেক সভাপতি আবদুস শুকুরের ছেলে শামীম আহমদ, অরুন দেবনাথসহ আরও কয়েকজনের নাম শোনা যাচ্ছে। সভাপতি পদে উপজেলা চেয়ারম্যান আবু জাহিদ, ময়নুল ইসলাম, বর্তমান সভাপতি সাইফুল আলম, সাধারণ সম্পাদক রইছ আলী প্রার্থী হবেন বলে জানা গেছে। সম্পাদক পদে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আবদুর রাজ্জাক, দফতর সম্পাদক শাহ্ ছমির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলামের নাম শোনা যাচ্ছে।