সিলেটপোস্ট রিপোর্ট : সিলেট নগরীর পায়রা সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে ১নং ওয়ার্ডের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে এক মতবিনিময় সভা বুধবার রাতে পায়রা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
পায়রা সমাজ কল্যাণ সংঘের সভাপতি ডা. এম এ সালাম এর সভাপতিত্বে ও আনোয়ার হোসেন এবং নূরুল আশফাক নাছিমের যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এসএমপি’র উপপুলিশ কমিশনার (উত্তর) ফয়ছল মাহমুদ।
সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুহেল আহমদ, ১নং ওয়ার্ড কাউন্সিলর তৌফিকুল হাদী, কোতোয়ালী মডেল থানা কমিউনিটি পুলিশিং সভাপতি লায়েক আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট আলী মোস্তফা মিশকাতুন নূর, পায়রা সমাজ কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক আব্দুর রহমান দুদু, দরগাবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কবির চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন ১নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আহমদ।
অনান্যের মধ্যে বক্তব্য রাখেন, ফারুক আহমদ, আফিকুর রহমান, আতিক রাহি, জামাল উদ্দিন সার্ভেয়ার, মোশারফ হোসেন জাহাঙ্গির, শামসুদ্দিন মোঃ ইউনুছ, আজিজুল হক মানিক, মুফতি তাহের আহমদ, সৈয়দ জাহাঙ্গীর, মুছাদ্দিকুন নবী, মুফতি আব্দুল কাদির, নিয়াজ মোঃ আজিজুল করিম, রিপন আহমদ, নজমুল হক তারেক, মুফতি সোহেল আহমদ, তাহসিন চৌধুরী, রাসেল আহমদ ও মাহমুদুল হক মাসুম।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, কমিউনিটি পুলিমের মাধ্যমে সুন্দর সমাজ গড়তে সকলকে একযোগে কাজ করতে হবে। আলিয়া মাদরাসা মাঠ সংলগ্ন ও পূবালী ব্যাংকের সামনের রাস্তা দিয়ে দরগাহে প্রবেশের বেরিকেড খুলে দেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান। বক্তারা বলেন, আলিয়া মাদরাসার সম্মুুখের রাস্তা ও মাজার গেইটের রাস্তায় অবৈধভাবে মাইক্রোবাস রাখার ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়। যার ফলে জনগণকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। দরগা বাজার মেইন ফটকের দু’পাশের রাস্তা অবৈধভাবে দখল ও সিএনজি রাখার ফলে দরগাহের সৌন্দর্য নষ্ট হচ্ছে। দরগাহের সৌন্দর্য যাতে বজায় থাকে সেজন্য প্রশাসনের প্রতি সু-নজর রাখার আহ্বান জানান এবং হকার সহ যাবতীয় ফুটপাত উচ্ছেদের দাবী করেন।