সিলেটপোস্ট রিপোর্ট : প্রাইম ব্যাংক লিমিটেডের এসইভিপি ও প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা মোঃ আনোয়ারুল ইসলাম বলেছেন, মানি লন্ডারিং বিশ্বের সবদেশেই গুরুতর আর্থিক অপরাধ হিসেবে বিবেচিত। মানি লন্ডারিং এর মাধ্যমে জঙ্গি সংগঠনগুলো অর্থ আদান-প্রদান করে। মানি লন্ডারিং ঠেকাতে না পারলে জঙ্গিবাদ দমন করা সম্ভব নয়। মানি লন্ডারিং প্রতিরোধে সকল ব্যাংকারগণকে সচেতন হওয়ার আহবান জানান। ব্যাংকের উন্নয়নমূলক কার্যক্রমকে আরো গতিশীল করতে সকল কর্মকর্তাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার পরামর্শ দেন।
শনিবার সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে প্রাইম ব্যাংক লিমিটেড প্রধান কার্যালয়ের এন্টি মানি লন্ডারিং ডিপার্টমেন্ট এর উদ্যোগে ও প্রাইম ব্যাংকের আইবিবি আম্বরখানা সিলেট শাখার সার্বিক সহযোগিতায় সিলেট বিভাগে অবস্থিত প্রাইম ব্যাংকের সকল শাখা কর্মকর্তাদের অংশগ্রহণে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। প্রাইম ব্যাংকের এসভিপি ও উপ-প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা কাজী জিল্লুর রহমান এর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাইম ব্যাংক সিলেট শাখার ইভিপি ও শাখা প্রধান আবু আশরাফ সিদ্দিকী, আইবিবি আম্বরখানার এসএভিপি ও শাখা প্রধান মোঃ নজরুল ইসলাম, কদমতলী শাখার ভিপি ও শাখা প্রধান হারুনুর রশীদ চৌধুরী প্রমুখ