সিলেটপোস্ট : দক্ষিণ সুরমার দাউদপুর ইউনিয়নের সিরাজপুর গ্রামে জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে আয়োজিত সচেতনতামূলক আলোচনা সভা ও স্যানিটেশন সামগ্রী বিতরণ অনুষ্ঠান গতকাল ৫ ডিসেম্বর শনিবার বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়।
জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের উপদেষ্টা দিলোয়ার হোসেনের সভাপতিত্বে ও জেলা তথ্য অফিসের এনাউন্সার মোঃ লেবাস উদ্দিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জয়তুন ওয়েল ফেয়ার ট্রাস্টেও নির্বাহী পরিচালক যুব সংগঠন ও সমাজকর্মী শাহীন আহমদ, জেলা তথ্য অফিসের অফিস সহকারী মুজবুর রহমান শিকদার, বিশিষ্ট মুরব্বী সাইস্তা মিয়া, বশির উদ্দিন, খোরশেদ আলী, আব্দুল মতিন, বশির আহমদ, আব্দুল করিম, ছাত্র নেতা সাইদুর রহমান সাইদ, সুফিয়ান আহমদ প্রমুখ।
আলোচনা সভা শেষে উপস্থিত জনগণের মধ্যে বিভিন্ন ধরনের স্যানিটারী সামগ্রী যেমন, স্যানিটারী রিং, সাবান, টিস্যু, টুথপেস্ট, টুথপাউডার, ব্রাশ, নেইলকাটার, শ্যাম্পু, চিরুনী, মেসলাইট, ভ্যাসেলিং, কটনবার্ট, আতর ও কলম ইত্যাদি বিতরণ করা হয়।