সিলেটপোস্ট রিপোর্ট :ইয়েমেনে এডেন গভর্নরের গাড়িবহরে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।
রোববার স্থানীয় সময় সকালে বন্দরনগরী এডেনের দক্ষিণাঞ্চলীয় রিমবুয়াদ এলাকায় গভর্নর জাফর মোহম্মদ সাদের গাড়িবহরে হামলার ঘটনাটি ঘটে। এতে গভর্নর ছাড়াও তার ছয় দেহরক্ষীও নিহত হন।হামলার কিছু পরই অনলাইনে পোস্ট করা এক বার্তায় এর দায় স্বীকার করে নেয় আইএস।